দ্রোহের কোরক : সঞ্জয় আচার্য

আলোহারা আলো মাঝে কালো আছে ভালো,
পরিচিত প্রিয়মুখ কালো জমকালো।
দল বেঁধে জোটে সব কালোচিটে দেহ,
কালো টাকা সাদা জলে মেশে অহরহ।

লোকালয়ে চারিদিকে দ্বিপদ শ্বাপদ,
মরণের মুখে ঠেলে ওরা নিরাপদ।
লোক চোখে সুধীজন সমাজ ধারক,
ফুটপাতে বেড়ে ওঠে দ্রোহের কোরক।

প্রেম মরে অনাদরে কালো চিতা জ্বলে,
রঙ তার লেগে থাকে পলাশের ডালে।
গীতিকবি রাত জাগে, দূরে নীহারিকা,
ভোরের আলোয় ফোটে অমর কারিকা।