নৈরাজ্যের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজে মানববন্ধন

fenchugonjসারাদেশের ন্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর কর্মসূচীর অংশ হিসেবে ‘শঙ্কামুক্ত জীবনচাই, নিরাপদে ক্লাস করতে ও পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর’ এ শ্লোগানে গত শনিবার ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ কম্পাউন্ডে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

কলেজ অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশের সভাপতিত্বে ও উপাধ্যাপক সৈয়দ নূরুজ্জামানের পরিচালনায় কর্মসূচীতে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক রতন কুমার সাহা, সুবল সখা দত্ত, অলক কুমার ভট্টাচার্য্য, বিপুল চন্দ্র দত্ত, আসগর হোসাইন, মো. রৌশন আহমদ খান, কমল পানি চৌধুরী, শামীম আরা বেগম, বিকাশ রঞ্জন দেবনাথ, মো. নজমুল ইসলাম, অসীম কুমার তালুকদার, শরীফ আহমদ খান, বিজন কুমার দে, মো. আনিসুজ্জামান, দেবজ্যোতি বিশ্বাস, জ্যোতিষ কুমার দাস, চন্দন আচার্য্য প্রমুখ। মানববন্ধনে কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এ সময় কলেজ অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশ বলেন, হরতাল-অবরোধের কারণে কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাদের জিম্মি করে কোন রাজনীতি হতে পারেনা। মানুষ এর অবসান চায়। বিজ্ঞপ্তি