যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার আন্তরিক : মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি

M P MAHMUD US SAMAD PIC-1দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেট ৩ আসনের এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব,তাই এ লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে আন্তরিকভাবে কাজ করছে। সরকারের এই উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রীর হাতকে শক্তিশালী করতে জনগণকে এগিয়ে আসতে হবে। বিগত ৭ বছরে সিলেট ৩ নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ একাংশে সর্বক্ষেত্রে যে উন্নয়ন সাধিত হয়েছে,আওয়ামীলীগ সরকার ব্যাতিত আর কোনো সরকার করতে পারেনি। দেশের যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে বিভিন্ন বাস্তবমুখি পরিকল্পনা গ্রহনের মাধ্যমে দেশের আর্তসামাজিক উন্নয়ন তড়ান্নিত হচ্ছে, সরকারের যুগপযুগি পরিকল্পনা যথাযথভাবে সঠিক সময়ে বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষ এর সুফল ভোগ করতে সক্ষম হচ্ছেন। তিনি আরো বলেন সড়ক ও জনপদ বিভাগের ত্বত্তাবধানে সড়কটি নির্মিত হলে ফেঞ্চুগঞ্জ ভাদেশ্বর-মীরগঞ্জ, মানিকোনা গঙ্গাপুর,বেলকোনা মল্লিকপুর,কুতুবপুরসহ বেশ কয়েকটি এলাকার জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজতর এর পাশাপাশি কৃষকরা তাদের উৎপাদিত ফসল উপজেলা সদর ও জেলা সদরে আনা নেওয়া করতে পারবে। এতে কৃষকরা লাভবান হবেন।
এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী গতকাল শুক্রবার ২৯ জানুয়ারী ফেঞ্চুগঞ্জে ভাদেশ্বর-মীরগঞ্জ, মানিকোনা ফেঞ্চুগঞ্জ ৪ কোটি টাকা ব্যয়ে ৫টি কালভ্রাটসহ বাইপাস সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তবে উপরোক্ত কথাগুলো বলেন।
স্থানীয় মল্লিকপুর গ্রাম প্রাঙ্গনে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা দিদারুল আলম নিমুর পরিচালনায় আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ থানার ওসি তদন্ত নাসের আহমদ, ঠিকাদার কালাম আহমদ,
অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু,উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মাইজগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈন উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, আওয়ামীলীগ নেতা জাহিদ ইকবাল,সমাজসেবী জুবেদ আহমদ চৌধুরী শিপু, সিরাজুল ইসলাম চৌধুরী, হাজী খসরু মিয়া, আজাদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, জুলহাস আহমদ, পারভেজ আহমদ, মিজানুর রহমান জুয়েল, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, পাশা আহমদ প্রমুখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে মাওঃ সাইফুর রহমান।