বিশ্বনাথে ‘জোছনার ফুলের কাছে ধরাশায়ী ফাটাকেষ্ট’

Bull Fight Bishwanathতজম্মুল আলী রাজু, বিশ্বনাথঃ বিশ্বনাথে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গতকাল শনিবার চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই বিশ্বনাথ সদর ইউনিয়নের জাহারগাঁও গ্রামের দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্পেশাল লড়াইয়ে জোছনার ফুলের কাছে পরাজয় বরণ করে ফাটাকেষ্ট। জিতে নেয় একটি নতুন ফ্রিজ।
ষাঁড়ের লড়াইয়ে নিজেদের বাহারি নামের ষাঁড় নিয়ে অংশগ্রহণ করেন ষাঁড়ের মালিকরা। সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত জোড়ায় জোড়ায় ষাঁড়দের মধ্যে চলে ওই প্রতিযোগিতা। জাহারগাঁও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ষাঁড়ের লড়াইয়ে বিভিন্ন এলাকা থেকে লাল পাগলা, দুরন্ত, ডন, জুলু পাগলা, হিরামন, বিগ শো, কলংকের ফুল, বাঘ, সবুজ বাংলা, জয় টাইগার, সাদা রাজ, সাদা বারুদ, রাবার বুলেট, হাতিম প্রভৃতি বিভিন্ন বাহারি নামের শতাধিক ষাঁড় অংশগ্রহণ করে। লড়াইয়ে প্রধান আকর্ষন ছিল জোছনার ফুল বনাম ফাটাকেষ্ট নামের ষাঁড়। প্রতিযোগিতায় আকর্ষনীয় পুরষ্কার ছিল ফ্রিরিজার।এছাড়া টিভিসহ আর পুরষ্কার ছিল। প্রতিযোগিতায় ৬০ জোড়া ষাঁড় অংশ গ্রহন করে। জমজমাট এই ষাঁড়ের লড়াই দেখতে সকাল থেকেই বিশ্বনাথসহ সিলেটের দূর-দুরান্ত থেকে হাজার হাজার মানুষ জাহারগাঁও গ্রামের পশ্চিমের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সৌখিন ষাঁড়প্রেমী মানুষ। তাছাড়া দেশের এই পরিস্থিতিতে ও গ্রামীণ ঐতিহ্যের ষাঁড়ের লড়াই দেখতে অনেক প্রবাসীও দেশে এসেছেন। লড়াইয়ে অংশগ্রহণকারী অনেক ষাঁড় হেরে গেলেও মালিকদের মধ্যে বিষন্নতা দেখা যায়নি। কারণ জানতে চাইলে কয়েকজন ষাঁড়ের মালিক বলেন, এটা আমাদের শত বছরের লালিত ঐতিহ্য। এখানে হারজিৎ বড় কথা নয়। অংশগ্রহণ করে এইধরনের ঐতিহ্যকে লালন করাটাই বড় কথা।