মৌলভীবাজারে গোপনে ১ লক্ষ টাকার বালি ৮ হাজার টাকায় নিলাম

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে দুর্নীতিবাজ তহশিলদার রাধা বাবু পকেট ভারী করার কারনেই বাসুদেবশ্রী মৌজার বালি মহাল থেকে বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে সরকার। এ নিয়ে এলাকাবাসী মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার, সদর এ্যসিলেন্ডকে অনুলিপি সহ নিলাম বাতিল চেয়ে গত ১৮ ফেব্রুয়ারী মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়- মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউপি‘র তহশিলদার এর যোগাযোগিমূলে তহশিল অফিসের সামনেই অবৈধ্য ভাবে বালি মহাল থেকে প্রায় ১ মাস যাবৎ লক্ষ লক্ষ টাকার বালি উত্তেলন করে আসছিলেন কয়েছ মিয়া, রাসিক মিয়া পিতা আরজান মিয়া, দক্ষিন বেকামুড়া এরই ধারাবাহিকতায় এবং অবৈধ্য বালি উত্তেলনকে পুরোপুরি জায়েজ করার জন্যই গত ৪ মার্চ তহশিলদার, অফিস গোপনে সকাল ৯টার মধ্যেই ১ লক্ষ টাকার বালি (৫০ হাজার ঘনফুট) ৮ হাজার টাকায় নিলাম (স্বারক নং-৪৭) কার্যক্রম সমাপ্ত করেন। নিলামে অংশগ্রহন করার জন্য ২টায় সময় বালি ইজারাদার খালেদ মিয়া, পাবেল মিয়া, আবুল মিয়া, জহির মিয়া ও জালাল মিয়া তহশিলদার রাধা বাবু‘র সাথে যোগাযোগ করা হলে তিনি সকলকে জানান নিলাম কার্যক্রম সকালেই সমাপ্ত করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে তহশিলদার রাধা বাবু জানান- সদর এ্যসিলেন্ড স্যারকে এ ব্যাপারে জানানো হয়েছে তিনি বলেছেন নিলাম তো হয়েই গেছে। এখন আর কিছুই করার নাই। নিলামে অংশ গ্রহনকারীদের মধ্যে খালেদ মিয়া বালি মহাল ৩০ হাজার টাকায় নিতে চাইলে আপনী তাকে নিলামে অংশ গ্রহন করতে সুযোগ দিলেননা কেন প্রশ্নের একই উত্তর প্রদান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গত ৯ মার্চ বিকাল সাড়ে ৪ টায় তহশিলদার রাধা বাবু পৃর্বের কতার ধরন বদলিয়ে বলেন- বালু মহালটি ১৮ হাজার টাকায় নিলাম দেয়া হয়েছে। জানেনইতো আমরা অনেক সময় চাপের মুখে থাকি। যার কারনে অনেক সময় অনেক কিছুই দেখতে হয়।