নগরীর সেনপাড়ায় ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতি

11770151_515422171938764_1497658100_oসুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া এলাকা পুষ্পায়ন ১০২ নিবাসী এর মালিক জয়দেব চক্রবর্তী জয়ন্ত ভাড়াটিয়া দি প্রিমিয়ার ব্যাংক লিঃ আম্বরখানা শাখার সহকারী ব্যবস্থাপক বিমলেন্দু চৌধুরী পলক এর বাসাসহ প্রথমে মালিকের নিচতলায় পরে ২য় তলায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা সর্নলঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন জিনিসপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র নিয়ে যায়। গত ২১ জুলাই মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
দি প্রিমিয়ার ব্যাংক লিঃ এর সহকারী ব্যবস্থাপক বিমলেন্দু চৌধুরী পলক জানান, রাত ৩টায় 11777501_515422235272091_1873681224_o১২/১৫ জনের একদল ডাকাত প্রথমে আমার বাসার মালিকের নিচতলায় ঘরে প্রবেশ করে তাদেরকে জিম্মি করে অস্ত্রের মুখে তাদে কাছ থেকে সর্নলঙ্কার, নগদ টাকা মোবাইল ফোন ও বিভিন্ন জিনিসপত্রসহ প্রায় আনুমানিক ৮ লক্ষ টাকার মালামাল নিয়ে। পরে আমার বাসায় ২য় তলা মালিককে বেধে নিয়ে আসে। প্রথমে আমাকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা চাবি নিয়ে সর্নলঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন জিনিসপত্রসহ প্রায় আনুমানিক ১২ লক্ষ টাকার লুট করে নিয়ে যায়। এমনকি বাসার কোন জিনিসপত্র বাকী নেয় যে, তছনছ করেনি।
এমনকি ঘটনারস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রেপালিটন পুলিশ কমিশনার মোঃ কামরুল আহসানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শাহপরান থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি শাখাওয়াত হোসেন বলেন, যথশিঘ্রই সম্ভব ডাকাতদলকে গ্রেফতার করার আশ্বাসদেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান