একটি বিজয় ও বিএনপি’র উল্লাস
হাবিবুর রহমান তাফাদার: পুরো জাতিকেই এক করে দিল একটি বিজয়। ইংলিশদের বধ করে টাইগাররা জাতিকে যেমন একটু উল্লাসের সুযোগ করে দিল তার চেয়ে বেশী মুক্তি দিল বিরোধীদলীয় নেতাকর্মীদের। বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় বিজয় জাতির চরম ক্রান্তিলগ্নে আশার আলো সঞ্চার করেছে। দীর্ঘ দুই মাসাধিককাল ধরে সিলেটের পাড়া মহল্লার গলিতে চোরাগুপ্তা মিছিল করে হাপিয়ে উঠছিল তারা। অনেক নেতাকর্মী আত্মগোপনে থেকে দীর্ঘদিন কর্মসূচী চালিয়ে জীবন যখন দূর্বিসহ হয়ে উঠছিল; টাইগারদের এই বিজয় তাদেরকে একটু সময়ের জন্যে হলেও রাজপথে ডানা মেলে উল্লাস করার সুযোগ করে দিয়েছে। তবে অনেক নেতাকর্মী শহরের বাইরে পালিয়ে থাকায় এবং তাৎক্ষনিক যোগাযোগ না থাকায় শহরে এসে যোগ দিতে পারেনি এই উল্লাসে। পালিয়ে থাকার মানষিক আর্থনাদ থেকে অন্তত একটি দিনের জন্যে হলেও মুক্ত নিঃস্বাস নিল সিলেটে সরকারবিরোধী আন্দোলনের কর্মীরা।
মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঘোষিত বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয় উপলক্ষে দেশব্যাপী আনন্দ মিছিল কর্মসূচীর অংশ হিসেবে বিশাল আনন্দ মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। বিকেল ৪ টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। অনেক দিন পর রাজপথে বিজয়উল্লাসের সাথে ধ্বনিত হয় খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়িনাই ইত্তাদি শ্লোগান।
এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় বিজয় জাতির চরম ক্রান্তিলগ্নে আশার আলো সঞ্চার করেছে। এ বিজয়কে চিরস্মরণীয় করে রাখতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে দেশব্যাপী ২০ দলীয় জোটের চলমান হরতাল অবরোধ শিথিল করে আনন্দ মিছিলের ঘোষণা ক্রিকেটারদের ভবিষ্যৎ বিজয়ে উজ্জীবিত করবে। দেশ ও জাতির সংকটময় মুহুর্তে ক্রিকেটে বাংলাদেশের এই বিজয়ের মতোই খুব শীঘ্রই জাতি গণতন্ত্রের বিজয় উদযাপন করবে ইনশাআল্লাহ।
তবে বিএনপি’র এই আনন্দ উল্লাসেও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল বখত সাদেক। তিনি সুরমা টাইমসকে বলেন, পুলিশি বাধা উপেক্ষা করে নেতাকর্মীর রাজপথে নামতে শুরু করেছে। আজও পুলিশ আমাদের শান্তিপূর্ণ বিজয় মিছিলে বাধা প্রদান করে। তবে নেতাকর্মীরা সেই বাধা ডিঙিয়ে মিছিল করেছেন।
মিছিলে অংশ নেন ও সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, জেলা যুগ্ম আহবায়ক বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, জেলা যুগ্ম আহবায়ক আলী আহমদ, জেলা যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, জেলা যুগ্ম আহবায়ক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিফতাহ সিদ্দিকী, সৈয়দ মইনউদ্দিন সোহেল, ডা: নাজমূল ইসলাম, এডভোকেট জাহেদ আহমদ, সৈয়দ রেজাউল করিম আলো, মুফতি বদরুন নূর শায়েখ, আব্দুল জব্বার তুতু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা সভাপতি ওসমান গণি, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি নাসিরুল হক শাহীন, গোয়াইনঘাট উপজেলা সাবেক সাধারণ সম্পাদক লুৎফুল হক খোকন চেয়ারম্যান, বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে থেকে এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, ডা: আরিফ মোমতাজ আহমদ রিফা, সালাহ উদ্দিন মামুন, লল্লিক আহমদ চৌধুরী, এডভোকেট শামীম সিদ্দিকী, মনিরুল ইসলাম, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট ফখরুল ইসলাম, সরফরাজ খান, মামুনুর রহমান মামুন, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন শামুন, লায়েছ আহমদ, জিল্লুর রহমান সোয়েব, সোহাদ রব চৌধুরী, আলাউদ্দিন আলাই, শাহ মাহমুদ আলী, কামরুজ্জামান দিপু, সালেহ আহমদ খান, হাবিবুর রহমান, মুরাদ হোসেন, জাকির আহমদ, হানুর ইসলাম ইমন, নাজিম উদ্দিন পান্না, আব্দুর রউফ, রজব আহমদ, আহমেদ জিল্লু, জহুরুল ইসলাম মখর, শাহীন আহমদ, খালেদ আহমদ মিলু, মইনুল ইসলাম মঞ্জু, আশরাফ বাহার, সোহেল আহমদ, জুনেদ আহমদ ফাত্তাহ, আব্দুল মালেক, চান্দ আলী, ফখরুল ইসলাম, আজাদ মিয়া, মোশতাক আহমদ, মাসুম পারভেজ, মোবারক হোসেন তুহিন, মামুন আহমদ, সুমন আহমদ বিপ্লব, দেলোয়ার আহমদ, আলী আকবর রাজন, তোফায়েল আহমদ ঝুনু, কামরান হোসেন হেলাল, খন্দকার ফয়েজ আহমদ, রুনু আহমদ, গিয়াস উদ্দিন মেম্বার, শামসুল ইসলাম লেইছ, আমিনুল ইসলাম মামুন, সুমেল আহমদ চৌধুরী, কামরুল হাসান, মাজেদ খান, আব্দুল আহাদ সুমন, দিলদার হোসেন শামীম, শাহ আকাব আহমদ পলাশ, সাইদুর রহমান, তারেক আহমদ, আফজল হোসেন, এলিন শেখ, আশরাফ আহমদ, মুক্তার আহমদ, আব্দুল আহাদ হেলাল, জিয়াউর রহমান, ইমন আহমদ, গাজী ফাহিম, গৌছ উদ্দিন, শাহজাহান মিয়া, আব্দুল হাদী মাসুম, মোস্তফা মেহেদী হাসান, মুহিব আহমদ, আলী আব্বাস, ইসমাইল আলী, অপু মুজাহিদ, তাহমিদুল হক, জয়নাল আবেদীন রাহেল, প্রিন্স খান, মাহদী হক, শাহ মাহফুজ আহমদ, সবুর আহমদ, দুলাল রেজা, ফিরোজ আহমদ, কাওসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, আরিফুল ইসলাম হাসান, সজিব আহমদ, আবু হানিফ, রুবেল ইসলাম, সাঈদ আহমদ, সোহান আহমদ, বিশলু আহমদ, আব্দুর রহীম মল্লিক, শাহজাহান হোসেন চৌধুরী, আখতার হোসেন মিন্টু, গিয়াস উদ্দিন খান, শামীম হেলালী, সেলিম আহমদ চৌধুরী, ফরিদ মিয়া, ইমতিয়ার হোসেন আরাফাত, জিএম সোহিন, নোমান উদ্দিন রিপন, আব্দুল মালিক, এসএ শাহেদ, রিপন আহমদ, আবির আহমদ, শ্রমিক দল নেতা শামসুল আলম, চান মিয়া, মিজান, খোকন আহমদ, আব্দুর রহীম, খোকন ইসলাম, ফকির হোসেন, মনু মিয়া, আব্দুস সালাম, ফরিদ মিয়া, জাবেদ মিয়া প্রমুখ।