সিলেটে আইনজীবীদের সকল অনুষ্ঠান বর্জনের ঘোষণা

Nurul-Journalistsসুরমা টাইমস ডেস্কঃ ফটো জার্নালিস্ট নূরুল ইসলাম এর উপর হামলার ঘটনায় আইনজীবীদের সব ধরণের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্যরা।
সাংবাদিক নূরুলের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। বক্তারা হামলাকারী আইনজীবীদের শাস্তি দাবি করেন।
সাংবাদিক নূরুলের উপর হামলার ঘটনার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা দায়রা জজ আদালতের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচী পালন করেন সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিকরা।
এ সময় সাংবাদিকরা তাদের ক্যামেরা রেখে সাংবাদিক নুরুলের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এছাড়াও হামলার ঘটনার সঠিক বিচার দাবি করে করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন- সময় টিভি’র সিলেট ব্যুরো চিফ ইকরামুল কবির ইকু, দৈনিক মানবজমিন’র ব্যুারো চিফ ওয়েছ খছরু, বৈশাখী টিভি’র সিলেট প্রতিনিধি শিহাব উদ্দিন শিহাব, ফটো সাংবাদিক দুলাল আহমদ, ইকবাল মনসুর, মামুন হাসান, এ এইচ আরিফ, কয়েছ আহমদ, আশকার আমিন রাব্বি, টিভি ক্যামেরাপার্সন এফএ মুন্না, আনিস আহমদ, আলমগীর আহমদ, আলা উদ্দিন, শাহীন আহমদ, নওশাদ আহমদ, মাইটিভির সিলেট প্রতিনিধি টুনু তালুকদার, সিলেট সুরমার স্টাফ রিপোর্টার মানউবী সিংহ শুভ, আনিসুর রহমান, মামুন হাসান, শংকর দাস, লিটন আহমদ, ইউসুফ আলী, আনিস মাহমুদ, আব্দুল মজিদ, সৈয়দ সুজন, আনোয়ার হোসেন, জয়নাল আহমদ, রেজা রুবেল, দৈনিক সবুজ সিলেটের স্টাফ ফটোগ্রাফার ইদ্রীস আলী, এইচএম শহীদুল ইসলাম, একরাম হোসেন, পাপ্পু তালুকদার, তানভীর আহমদ প্রমুখ।