বিশ্বম্ভরপুরে ২০১৫ সালের পরীক্ষা ‘১৪ সালের প্রশ্নপত্রে
বিশ্বম্ভরপুর প্রতিনিধি : বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি পরীক্ষা ২০১৪ সালের প্রশ্ন দিয়ে নেওয়ায় ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র-ছাত্রীরা পুণঃপরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে। গতকাল বুধবার তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। জানা গেছে, কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারি ব্যবসায় উদ্যোগ বিষয়ে এবারের এসএসসি পরীক্ষা ২০১৪ সালের প্রশ্ন দিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষার পরে বিষয়টি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের দৃষ্টিগোচর হলে ক্ষোভ প্রকাশ করেন। গতকাল বুধবার পরীক্ষা বাতিল ও পুণঃপরীক্ষার দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী ইমা, সাগরিকা, হনুফা, ছালিমা, ইয়াছমিন, অজুফা,রুবিনা, পাপিয়া,ছালেহা, আরাফাত, হুমায়ূন, এ রাজ্জাক, ফারুক, কাউছার, হারিছ, নুর আলম, এ নূর, হাবিব, শিব্বির প্রমুখ।
বক্তারা নির্ধারিত বিষয়ের পূনঃ পরীক্ষার দাবি জানায় অন্যতায় ফল বিপর্যয় ঘটলে সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব নিতে হবে বলে বক্তব্য দেন ভোক্তভোগীরা। প্রসঙ্গত, কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৩৮ ও বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ৪৬ ছাত্র-ছাত্রী এ সমস্যার শিকার হয়েছেন।
এ ব্যাপারে কেন্দ্র সচিব সাজ্জাদুর রহমান সাজু বলেন, এ বিষয়ে সিলেট শিক্ষাবোর্ডে কথা বলে রাখা হয়েছে। ফল প্রকাশে কোন ধরনের সমস্য হবেনা।