ভোলাগঞ্জে বোমা মেশিন বন্ধে প্রশাসনের মাইকিং

boma machineসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে বোমা মেশিন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। কোয়ারি থেকে বোমা মেশিন উঠিয়ে নেয়ার তিনদিনের সময় বেঁধে দিয়ে গত মঙ্গলবার ও বুধবার দিনভর ভোলাগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রোকন উদ্দিন জানান, তিনদিনের মধ্যে (আজকের মধ্যে) বোমা মেশিন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জড়িতদের সতর্ক করে দেয়া হয়েছে। তার পরও যদি কেউ বোমা মেশিন দিয়ে নদী থেকে পাথর উত্তলন করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীতে একটি বোমা মেশিন থাকা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ভোলাগঞ্জে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বোমা মেশিনের মাধ্যমে পাথর উত্তোলন করা হচ্ছে।