টিলাগড়ে বখাটেদের হামলায় গৃহবধূ আহত
সুরমা টাইমস ডেস্কঃ বখাটেদের হামলায় নগরীর টিলাগড় এলাকায় এক গৃহবধূ আহত হয়েছেন। তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় শাহপরান থানায় একটি জিডি করা হয়েছে।
জানা গেছে, টিলাগড় কল্যাণপুরের (বাসা নং ৫৯/গ) বাসিন্দা আব্দুল কাদিরের স্ত্রী গত ২৪ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ টায় টিলাগড় থেকে বাসায় ফিরছিলেন। এসময় দুই বখাটে হঠাৎ করে গৃহবধূর উপর হামলা চালায়। পরে গৃহবধূকে ওসমানী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনা উল্লেখ করে গত বৃহস্পতিবার শাহপরান থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ১১৮৬, ঘটনার পর শাহপরান থানার এস. আই ফজলে মাসুদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এস. আই ফজলে মাসুদ বলেন , দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। ঘটনার সময় উভয় পক্ষে ঢিল ছোঁড়াছুঁড়ি হচ্ছিল। একটি টিল পড়ে গৃহবধূর মাথায় আঘাত প্রাপ্ত হন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ পদক্ষেপ নেবে। কিন্তু এখনো এজাহার থানায় জমা দেয়া হয়নি বলে জানান তিনি।