জকিগঞ্জে সপ্তাহব্যাপী একুশের বই মেলা সমাপ্ত

zakigonj pic 26.02.15জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সপ্তাহব্যাপী অমর একুশের বই মেলা গতকাল বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে। গতকাল শেষ দিনে বই মেলা প্রাঙ্গনে হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা নৃত্য, দেশাত্ববোধক গান, নাট্যানুষ্ঠান পরিবেশন করে। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অধ্যক্ষ নিয়াজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন, পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি আব্দুল আহাদ, অধ্যাপক সিপ্রা রায়, সিক্তা রায়, হরিপদ দত্ত, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম।
অনুষ্ঠানে প্রভাষক খালেদ মহিউদ্দিনের উপস্থাপনায় প্রভাতফেরীর গান পরিবেশন করেন কলেজের অধ্যক্ষ নিয়াজুর রহমান। গান পরিবেশন করেন প্রভাষক নজরুল ইসলাম, শিক্ষার্থী নূরে জান্নাতের আবৃত্তি, সাম্মী আক্তারের ‘শহীদ জননী’ নাসিরা সুলতানার‘নীম পাগলী’র অভিনয়, হুমায়রা হলির গান এবং সাজিয়া আক্তারের দলীয় পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।
বই মেলার সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ মিছবাহ আজাদের রচিত ‘এই রৌদ্র্য এই রম্যতা’ ও মেলা আয়োজক কমিটির ‘অমর একুশ গ্রন্থ জকিগঞ্জ’ এর মোড়ক উন্মোচন করেন।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, সাংবাদিক আল মামুন, শ্রীকান্ত পাল, এখলাছুর রহমান, এনামুল হক মুন্না, আল হাসিব তাপাদার, প্রভাষক পাপড়ী রাণী রায়, আজিজুল ইসলাম, আতাহার আলী সরকার, মনোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, জাকির হোসেন মুকুল, সার্জেন্ট বেলাল আহমদ, আওয়ামীলীগ নেতা ডা. বিভাকর দেশমূখ্য, মখলিছুর রহমান, কালাম আহমদ, নজমুল ইসলাম, নাজির আহমদ প্রমুখ।
মেলা মঞ্চে প্রতিদিনই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বই মেলা জকিগঞ্জের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অথিতিবৃন্দ পুরস্কার তুলে দেন।