ছাত্রদল নেতা নাজিম গ্রেফতার : বিএনপি ও ছাত্রদলের নিন্দা
সিলেট মহানগর ছাত্রদল অন্যতম নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ নেতৃত্বাধীন মিরবক্রাসটুলা ছাত্রদলের পরিচিত মুখ নাজিম উদ্দিনকে গতকাল গভীর রাতে তার মীরবক্রাসটুলাস্থ বাসা থেকে আইনশৃঙ্খলাবাহিনী গ্রেফতার করেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ এসময় তিনি বলেন, বিরোধী দলের গণতান্ত্রীক আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্থ করতে ছাত্রদল নেতা কর্মীদের বাসা বাড়িতে তল্লাসী ও গ্রেফতারের পর নির্যাতন নীপিড়ন অব্যহত ভাবে চালিয়ে যাচ্ছে আইনশ্ঙ্খৃলাবাহিনী। মতা লোভী দালাল চক্র নেতা কর্মীরা গ্রেফতার জন্য বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে আজ ছাত্রদল নেতা কর্মীরা ঐক্যবন্ধ সময় মত ষড়যন্ত্রে সঠিক জবাব দিতে।
এদিকে ছাত্রদল নেতা নাজিম উদ্দিনকে গ্রেফতারের নিন্দা জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ‘র সাবেক সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল গণি আরেফিন জিল্লুর, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ওমর আশরাফ ইমন, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়ছল আহমদ চৌধুরী।
অপর এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল গফ্ফার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির আহবায়ক কমিটি সদস্য নাসিম হোসেন, অধ্যাপক মকসুদ আলী, আহবায়ক কমিটি অন্যতম সদস্য হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল রাজ্জাক, এডভোকেট নোমান মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ, এডভোকেট সামছুজ্জামান জামান, এম এ মান্নান, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির শাহীন, আজমল বক্ত সাদেক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী, মিফতা সিদ্দিকী, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ওমর আশরাফ ইমন, মঈন উদ্দিন সুহেল, হাদীয়া চৌধুরী মুন্নী, ডাঃ মোঃ নাজমুল ইসলাম, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর মিছবাহ উদ্দিন, এম এ রহিম, ফয়জুর রহমান জাহেদ, অহাদুস সামাদ, মুফতি বদরুনূর সায়েক, রেজাউল করিম আলো, মুফতি নেহাল উদ্দিন, মুকুল মুর্শেদ, আলাউদ্দিন, আব্দুস সত্তার, আব্দুল জব্বার তুতু গ্রেফতার কৃত ছাত্রদল নেতা নাজিম উদ্দিন সহ বিরোধী দলের সর্বস্থরের নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।
গ্রেফতার কৃত ছাত্রদল নেতা নাজিম উদ্দিনের মুক্তির দাবী জানিয়েছেন বিদ্রোহী ছাত্রদলের শীর্ষ নেতা সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিবি মাহবুবুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ, সাবেক সমাজ সেবা সম্পাদক রেজাউল করিম নাচন, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ছাত্রদল নেতা অর্জণ ঘোষ, লোকমান আহমদ তালুকদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্না ও যুবদলের সহ-আন্তুজাতিক বিষযক সম্পাদক এনামুল হক লিটন। বিজ্ঞপ্তি