দিরাইয়ে ওরস নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫

জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই পৌর শহরের নতুন বাগবাড়ী রুপ শাহ মোকামের ওরস নিয়ে গ্রামের দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ নারী সহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন এলাকাবাসী জানান, ঐ মোকামে প্রতি বৃহস্পতিবার ওরসের নামে মদ গাজার অসর বসে। মদ গাজাকে কেন্দ্র করে রুপ মিয়ার ছেলে মোহন মিয়া ও গ্রামের মোরাদ মিয়া তর্কে লিপ্ত হলে এ সংঘর্ষ সংগঠিত হয়। সংঘর্ষে মোহন মিয়া (৩৫), রাবিয়া বিবি (৬৫), হাফছা মেগম (৩২), ডেইুজ (১১), কবির হোসেন (৪০) সহ অন্তত ১৫ জন আহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
দিরাই থানার অফিসার ইনর্চাজ মোঃ বায়েছ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। উভয় পক্ষের লোকজন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।