ছাতকে বহুভাষাবিদ আবু নছর চৌধুরীকে সংবর্ধনা প্রদান
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি : ছাতকের ধারণ নতুন বাজারে নব জাগরণ কিন্ডার গার্টেনে শাহিন এনাম ল্যাংগুয়েজ ইন্সটিটিউটে বহুভাষাবিদ আবু নছর চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ কলেজের মেধাবী ছাত্র জুনেদুর রহমান’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাউয়া বাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনি শঙ্কর ভৌমিক। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বহুভাষাবিদ প্রবীণ শিক্ষক আবু নছর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (আছদ্দর আলী), ব্রাক শিক্ষা অফিসার অসীম মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও সিলেট ইন্টারন্যাশ ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের শেষবর্ষের মেধাবী ছাত্র এনামুল হক, এ্যাডভোকেট শাহাব উদ্দিন, সাবুল মিয়া, নব জাগরণ কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল আব্দুল মালিক, সহ- প্রিন্সিপাল বুরহান উদ্দিন, শিক্ষক এমরান হোসেন, মিজানুর রহমান, ছাদিক মিয়া, সাজু মিয়া, আখলাকুর রহমান, শাহিন এনাম ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীবৃন্দ। উল্লেখ্য, সংবর্ধিত প্রবীন শিক্ষক আবু নছর চৌধুরী’র উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামের বাসিন্দা। অসংখ্য বাংলা ও ইংরেজী ভাষার কবিতা ও ছড়ার লেখক তিনি। বাংলা ও ইংরেজী ভাষায় গ্রাম-বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।