ছাতক প্রতিনিধিঃ ছাতকে ফোরষ্ট্রোক চালককে মারধর করার প্রতিবাদে দু’ঘন্টা সড়ক অবরোধ করে রাখে চালকরা। ট্রাফিক পয়েন্ট থেকে কোর্ট রোড পয়েন্ট পর্যন্ত সড়কে গাড়ী এলোপাতাড়ি রেখে অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রী ও মালবাহী গাড়ী আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে দেখা গেছে। অপরদিকে শহর থেকে সিলেট, সুনামগঞ্জগামী যাত্রী ও মালবাহী যানবাহনে আটকা পড়া যাত্রীরা অপেক্ষার প্রহর গুনতে-গুনতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। গতকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। জানা যায়, পৌর শহরের জংলীঘর এলাকায় জনৈক এক যুবকের সাথে ফোরষ্ট্রোক চালকের কথা কাটাকাটি হলে চালককে মারধর করে তার ফোরষ্ট্রোক আটক করে স্থানীয় লোকজন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে চালকরা এলোপাতাড়ি গাড়ী রেখে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর ইরাজ মিয়াসহ গন্যমান্য লোকজন অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এসে ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক ফজলু মিয়ার সাথে বৈঠক করে সালিশ-বৈঠকে নিস্পত্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।