ওসমানীনগর আনন্দ মিছিল : গোয়ালাবাজারের উপজেলা ভবন স্থাপনের দাবি

এসএম হেলাল, বালাগঞ্জঃ ওসমানীনগর থানাকে উপজেলা হিসেবে অনুমোদন করায় বিভিন্ন সংগঠন পৃথক পৃথক আনন্দ মিছিল করেছে। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তাগণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু করার দাবি জানান। গতকাল মঙ্গলবার ৫টার দিকে গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিকের নেতৃত্বে সর্বদলীয় ভাবে পৃথক একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, শাহ নুরুর রহমান সানুর, আব্দুল মুমিন, রেদুয়ানুর রহমান চৌধুরী শাহীন, মো. গয়াস মিয়া, আনহার আহমদ, বেলাল আহমদ প্রমুখ। তাঁরা স্ব্যবসায়ী প্রান কেন্দ্রে গোয়ালাবাজারের উপজেলা ভবন স্থাপনের জোর দাবি জানান।
এর আগে সাড়ে তিনটার দিকে ওসমানীনগর থানা জাতীয় পার্টির উদ্যোগে দয়ামীর বাজারে খালেক হুসেন গজনভীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, জাপা নেতা ছুফি মাহমুদ, আবুল কালাম আজাদ, সিতাব আলী, মকবুল হোসেন প্রমূখ।
বিকেল ৪টার দিকে গোয়ালাবাজার এলাকায় আশিক মিয়ার নেতৃত্বে মিছিল বের করে ওসমানীনগর থানা যুবসংহতি নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, আবদুল মুমিন, লিমন, মুকিদ মিয়া প্রমূখ। অনুষ্ঠিত পথসভায় বক্তাগণ ওসমানীনগরকে উপজেলা হিসেবে অনুমোদন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন এবং শীঘ্রই প্রশাসিনক কার্যক্রম চালু করার জোর দাবি জানান। এদিকে ওসমানীনগর থানাকে উপজেলা অনুমোদন দেয়ায় সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। প্রসঙ্গত, গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ওসমানীনগর থানাকে উপজেলা হিসেবে অনুমোদন দেয়া হয়।