সিলেটে হরতাল-অবরোধের ৪৩ দিন, মিছিল করেছে সমর্থকরা ॥ শঙ্কা
সুরমা টাইমস রিপোর্টঃ সারা দেশের ন্যায় সিলেটেও হরতাল-অবরোধের ৪৩ দিন অতিবাহিত হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবার হরতাল-অবরোধে সব ধরণের যান চলাচল ছিল স্বাভাবিক। নগরী ও নগরীর বাহিরে চলেছে সব ধরণের যানবাহন। পুরো দিনই দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুমারগাও বাস স্ট্যান্ড ও নগরীর ছোট-বড় সবকটি স্ট্যান্ড থেকে সব ধরণের যান ছেড়ে যেতে দেখা যায়। আর সময়মত ছেড়ে গেছে ট্রেনও। তবে হরতাল-অবরোধ সমর্থকরা গতকাল কোনো ধরণের নাশকতা না ঘটালেও তারা গোপনে মিছিল সমাবেশ করেছেন।
বিকেল ৩টায় নগরীতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল-সমাবেশ করেছে। মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা আব্দুল হান্নান, খালেদুর রশিদ ঝলক, সেলিম আহমদ, দেওয়ান নিজাম খান, জাবেদ আহমদ জীবন, তৌহিদুল ইসলাম আবু, আব্দুস সাত্তার, লিটন আহমদ, জাবেদ মিয়া ঝুনু, প্রমুখ। বিকেল সাড়ে ৪টায় জেলরোডে মিছিল করে ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা মো. এলিন শেখ, জেলা ছাত্রদল নেতা আবুল কালাম, রাজন ভট্টাচার্য, মুক্তার হোসেন, আরিফুর রহমান, ইমরান আহমদ,শামীম আহমদ, ইসমাইল হোসেন রনি, ফয়েজ আহমদ প্রমুখ।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদ‘র ডাকে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান তিন দিন ব্যাপী ছাত্র ধর্মঘটের অংশ হিসাবে বৃহস্পতিবার শেষ দিনে সিলেট মদন মোহন কলেজে মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সকালে মিছিলটি অনুষ্ঠিত হয়।মিছিলে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল কর্মী অমর ফারুক সোহাগ, সাদ্দাম হোসেন,আর মুমিন, পারভেজ আহমদ, এস এম জুবায়ের, সাদ্দাম আহমদ, সয়ঞ্জ দাস, ইমতেযাজ আহমদ, ইমন আহমদ, সাগর আহমদ প্রমুখ।
হরতালের সমর্থনে সিলেটে আদালত প্রাঙ্গণে মিছিল করেন কয়েকজন আইনজীবী। মিছিলে উপস্থিত ছিলেন ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী অ্যাডভোকেট আলিম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী এডভোকেট জিয়া উদ্দিন নাদের, কাউন্সিল নেতা ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট আব্দুর রব, জামিল আহমদ রাজু, আব্দুল খালিক, আজিম উদ্দিন, তৌহিদুল ইসলাম সোহাগ, মহিউদ্দিন, আব্দুল আহাদ, আজহারুল ইসলাম চৌধুরী, বাবুল বেগ, মকসুদ আহমদ ও রেজাউল করিম তালুকদার প্রমুখ।
মেন্দিবাগে মিছিল করেছে বিএনপি। মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, বিএনপি নেতা লায়েছ আহমদ, মইনুল ইসলাম মঞ্জ প্রমুখ।
আদালত প্রাঙ্গণে আইনজীবিদের মিছিল
ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল বাংলাদেশ সিলেট এর নেতৃবৃন্দ বলেছেন, মানুষের ভোটের অধিকার হরণ করে অবৈধ পথে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে। ২০ দলীয় জোটের ডাকে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশপ্রেমিক জনতা আজ রাজপথে নেমে পড়েছে। দেশকে অনিবার্য সংঘাতের হাত থেকে বাঁচাতে হলে অবৈধ সরকারের পদত্যাগের বিকল্প নেই। সকল দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল আজ গণদাবীতে পরিণত হয়েছে। জনতার দাবী আদায়ের আন্দোলন কখনও ব্যর্থ হয়নি। এবারও ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। তাই দেশ-জাতির বৃহত্তর স্বার্থে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে।
বৃহস্পতিবার ২০ দলীয় জোট কেন্দ্র আহুত টানা হরতালের সমর্থনে ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল সিলেট-এর উদ্যোগে সিলেটের আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল সিলেট-এর সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলের সেক্রেটারী এডভোকেট আলিম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী এডভোকেট জিয়া উদ্দিন নাদের, কাউন্সিল নেতা ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট আব্দুর রব, এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, এডভোকেট মহিউদ্দিন, এডভোকেট আব্দুল আহাদ, এডভোকেট আজহারুল ইসলাম চৌধুরী, এডভোকেট বাবুল বেগ, এডভোকেট মকসুদ আহমদ ও এডভোকেট রেজাউল করিম তালুকদার প্রমুখ।
কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান গনমাধ্যমকে জানান, পুরো দিন নগরীর গুরুত্বপূর্ণ সকল পয়েন্ট পুলিশের অবস্থান ছিল। হরতাল-অবরোধে কোনো ধরণের নাশকতা ঘটেনি জানিয়ে তিনি বলেন, নির্বিঘেœ শহরে যানবাহন চলেছে। নিরাপত্তায় পুলিশ সব সময় কাজ করছে।