শমশেরনগরে থামবে কালনি : ফুল দিয়ে বরণ আর মিষ্টিমুখ করে শুভেচ্ছা
বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারঃ সিলেট-ঢাকা রেলপথের শমশেরনগর স্টেশনে আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের নতুন স্টপেজে এলাকাবাসী আনন্দ উল্লাস করছেন। ৭ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮ টা ১০ মিনিটে শমশেরনগর স্টেশনে ঢাকাগামী কালনি ট্রেন যাত্রাবিরতি করলে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন শমশেরনগরের নেতৃস্থানীয় লোকজন। এলাকাবাসী জানান, বিগত চার পাঁচ বছর ধরে প্রথমে ঢাকা-সিলেট পথে চলাচলকারী আন্তঃনগর পারাবত ট্রেনের স্টপেজের জন্য এলাকাবাসী দাবী জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ে আবেদন করেন। ২০১০ সালে শমশেরনগর স্টেশনে আন্তঃনগর পারাবত ট্রেনের স্টপেজের প্রাথমিক তদন্ত শুরু হলেও পরবর্তীতে ভানুগাছ স্টেশনে পারাবত ট্রেনের স্টপেজ দেওয়া হয়। বর্তমান সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী উদ্যোগে শমশেরনগরে আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের উদ্যোগ গ্রহন করা হয়। দীর্ঘ এক বছরে কয়েক দফা সরেজমিন তদন্তক্রমে বাস্তবতা যাচাই শেষে রেলপথ মন্ত্রণালয় ৭ ফেব্রুয়ারী থেকে শমশেরনগরে কালনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের অনুমতি প্রদান করেন। শমশেরনগর স্টেশন মাস্টার আব্দুল আজিজ বলেন, শমশেরনগরে সবগুলো আন্তঃনগর ট্রেনের চাহিদা রয়েছে। বিমানবাহিনী ইউনিট, চা বাগান ও ব্যবসায়িক গুরুত্বপূর্ণ স্থান থাকায় যাত্রীদের চাহিদা রয়েছে। রেলওয়ে মন্ত্রণালয় মাসিক টার্গেটের চেয়েও অতিরিক্ত রাজস্ব আয় করছে এই স্টেশন। তিনি বলেন, শুরুতে ৫টি শোভন চেয়ার ও ১৫টি শোভন আসন বরাদ্ধ করা হয় এ স্টেশনের জন্য। পর্যায়ক্রমে আরো আসন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিকে রাত ৯টায় ঢাকা থেকে সিলেটগামী কালনি ট্রেন শমশেরনগর আসলে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী আনুষ্ঠানিকভাবে স্টপেজের উদ্বোধন করবেন।