বাবার সাথে সন্তানের সম্পর্ক যেন বন্ধুত্বের হয়

11074318_1139405746086608_3047562569750031492_nমুকিত তুহিনঃ কাটে না সময় যখন আর কিছুতে/বন্ধুর টেলিফোনে মন বসে না/জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা/মনে হয় বাবার মত কেউ বলে না/আয় খুকু আয়, আয় খুকু আয় …। গীতিকার পুলক বন্দোপাধ্যায়ের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া এই গান সন্তানদের এক অসীম আবেগে জড়িয়ে দেয়।Tony-father’s day
আজ বিশ্ব বাবা দিবস। আজকের দিনটি কেবলই বাবার জন্য। জুন মাসের তৃতীয় রোববারের হিসাবে সারা দুনিয়াতেই পালিত হবে দিনটি। মা’ এর মতো ‘বাবা’ও ছোট্ট একটি শব্দ, অথচ এর ব্যাপকতা বিশাল। ডাকটার মাঝেই লুকিয়ে থাকে কী গভীর ভালবাসা, নিরাপত্তা, নির্ভরতা। সাহিত্যে, গীত-আনন্দ ও লোককথা-শিল্পকর্মে বাবা স্থান করে নিয়েছেন এক দায়িত্বশীল স্নেহময় পুরুষ হিসেবে। সন্তানের দুঃসময়ে বাবা ডেকে নেন তাকে। বুকে চেপে রাখেন। ঘুচিয়ে দেয়ার চেষ্টা করেন সব কষ্ট। তাই বাবার সাথে সন্তানের সম্পর্ক যেন বন্ধুত্বের হয়|
ছবিতে বাবা হচ্ছেন রেজাউল করিম নাচন ,পুএ হচ্ছেন এহসান