এসআই শফিকের হাতে বিএনপি নেতা শফিক গ্রেফতার
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর বনকলাপাড়া থেকে বিএনপি নেতা কালা শফিককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার এসআই শফিকুর রহমান।
এসআই শফিক জানান, কালা শফিক নগরীর বিভিন্ন স্থানে নাশকতা কর্মকান্ডে জড়িত। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক ও গাড়ি ভাঙচুরের মোট চারটি মামলা রয়েছে। আজ শনিবার কোর্টের মাধ্যমে তাকে জেলে প্রেরণ করা হবে।