কিবরিয়া হত্যা মামলা: আরো তিন জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

Kibria Murderডেস্ক রিপোর্টঃ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরো তিন জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এনিয়ে এই মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহন সম্পন্ন হলো। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে তিন সাক্ষীর সাক্ষগ্রহণ শুরু হয়।
সাক্ষ্য দেন ঘটনার প্রত্যক্ষদর্শী জমসেদ মিয়া, জাহেদুর রহমান ও ক্বারী মো. আব্দুস শহীদ। সকালে গ্রেপ্তার ১৪ আসামীর মধ্যে হবিগঞ্জের বরখাস্ত মেয়র জিকে গৌছসহ ১২ জনকে আদালতে হাজির করা হয়। অসুস্থতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের বরখান্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়নি। তাদের পক্ষে তাদের আইনজীবীরা হাজিরা দিয়েছেন।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমরা কর জানান, আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত। আলোচিত এ মামলায় মোট ১৭১ জনের সাক্ষ্য শুনবেন আদালত।