নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নবীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও বাল্য বিবাহ প্রতিরোধ করার ঘোষনা
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও পানিউমদা ইউপির চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান,বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান,করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম,নূরুল ইসলাম খেজুর,জাতীয় পার্টি নবীগঞ্জ উপজেলা সভাপতি ডা.মোঃ আবুল খয়ের,সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী,মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ ইয়াওর মিয়া,সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুমন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা,বাল্য বিবাহ প্রতিরোধ,শহরের রাজনগর কবরস্থানের জলাবব্ধতা নিরসন,মাদকসেবীদের অবাদ বিচরন বন্ধ করা,শহরের ভেতরে অবস্থিত মদের পাট্টা দ্রুত সরিয়ে দেয়া,মুরাউড়া গ্রামে সংঘটিত ডাকাতি মামলা থেকে ছাত্রলীগ নেতা লিটন দেব ও বাঁশডর দেবপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি বশির আহমদকে তদন্ত সাপেক্ষে অব্যাহতি প্রদান,শহরের যানজট নিরসন,শনিবার নবীগঞ্জ বাজারে সাপ্তাহিক বন্ধ কার্যকর করার ব্যবস্থা নেয়া,শহর ও শহরতলীতে চুরি প্রতিরোধে নবীগঞ্জ বাজারের সকল দোকানপাট রাত ১২ টার মধ্যে বন্ধ করা,নবীগঞ্জকে ফরমালিন মুক্ত শহর ঘোষনার কার্যকর পদক্ষেপ গ্রহন,নবীগঞ্জের গুজাখাইড় ও বানিয়াচঙ্গের উমরপুরের কতিপয় লোকদের মাঝে সৃষ্ট বিরোধ নিয়ে নবীগঞ্জের যানবাহন উমরপুরে আটকের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। পরে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা একই হল রুমে অনুষ্ঠিত হয়।