প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষ্যে নগরিতে এনডিএফ এর মিছিল

আজ ৫ ফেব্র“য়ারি ছিল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপল্েয দেশব্যাপী মিছিল কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট নগরিতে এক মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। বিকাল ৪টা ৩০ মিনিটের সময় শহীদ মিনার প্রাঙ্গনে জমায়েত হয়ে মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদণি করে কোর্টপয়েন্টে এক সংপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু। মিছিলে ফ্রন্টভূক্ত সংগঠন জাতীয় ছাত্রদল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ ও হোটেল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। সমাবেশে সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু বলেন, মতায় যাওয়া ও থাকার দ্বন্দ্বে মানুষের প্রাণ যাচ্ছে। একদিকে বিনা বিচারে হত্যা অন্যদিকে বোমা মেরে হত্যায় রক্ত ঝরছে মানুষের। অথচ মানুষের মৌলিক অধিকার সহ জনগণের নিত্য প্রয়োজনীয় কোন দাবীই নেই এ অবরোধ হরতালে। দুপরে অনড় অবস্থান দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। সিরিয়া, মিশর, লিবিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী আমেরিকা ও রাশিয়া, পূঁজিবাদী চীন তাদের স্বীয় স্বার্থে ব্যবহার করে বিশৃঙ্খলাকে যুদ্ধের দিকে নিয়ে গেছে। বাংলাদেশে এ দ্বন্দ্বের পিছনে মতার কামড়া কামড়ি যেমন রয়েছে তেমনি রয়েছে উভয় পে সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়ন। মার্কিন সাম্রাজ্যবাদসহ তার ইউরোপীয় মিত্ররা ৫ জানুয়ারীর নির্বাচনকে সমর্থন না করে সরকারের সাথে কৌশলগত ভাবে কাজ করছে। অপরদিকে রাশিয়া চীন সহ তার মিত্ররা এবং ভারত এ নির্বাচনকে প্রত্যে সমর্থন দিয়ে সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব স্পষ্ট করছে। আজ প্রয়োজন সচেতন জনগণ, যারা এ দ্বন্দ্বের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাই প্রচার প্রপাগান্ডার মাধ্যমে যুদ্ধ তথা বিশ্বযুদ্ধের বিপদ থেকে জনগণকে সচেতন হওয়া এবং দেশকে গৃহযুদ্ধ বাচাতে জনগনকে এনডিএফ এর পতাকা তুলে সমবেত হওয়ার আহবান সহ আগামী ২৭ ফেব্র“য়ারী আশুগঞ্জের কেন্দ্রীয় সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি