ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী ফাউন্ডেশনের আলোচনা সভা ১৭ নভেম্বর

সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১৭ নভেম্বর মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে গত ২ নভেম্বর, রোববার সন্ধ্যা ৭ টায় এক প্রস্তুতি সভা ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক দিদার ইবনে তাহের লস্করের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আহাদুস সামাদ, সাবের শওকত জাহান চৌধুরী, আলী আখতারুজ্জামান বাবুল, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, রাজনীতিবিদ এম এ হাসিব, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, বিশিষ্ট লেখক জিবলুর রহমান প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সারাজীবন সাম্রাজ্যবাদ, সম্প্রসারনবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি কখনও লোভলালসার কাছে মাথা নত করেননি। তাঁর জীবনাদর্শ মেহনতি মানুষের মুক্তির আন্দোলনে প্রেরণা যোগাবে।
সভায় গৃহীত সিদ্ধান্তে আগামী ১৭ নভেম্বর মওলানা ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঐদিন বিকেল সাড়ে ৫ টায় সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ মওলানা ভাসানী ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে (বাসা নং-৬০, ব্লক-এ, মেইন রোড, উপশহর) এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে মওলানা ভাসানীর জীবনাদর্শ সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা করবেন, মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট লেখক জিবলুর রহমান। আলোচনা সভায় মওলানা ভাসানী অনুসারী সহ সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি