মিথ্যা মামলায় বাদশা মিয়া বেকসুর খালাস

সুরমা টাইমস ডেস্কঃ দীর্ঘ ৪ বছর মামলা পরিচালনার পর বেকসুর খালাস পেলেন গরীব নিরীহ বাদশা মিয়া। গতকাল মঙ্গলবার রায়ের দিন জননিরাপত্তা বিঘকারী অপরাধ ট্রাইব্যুনাল এর বিচারক মো. মঈদুল ইসলাম মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামী বাদশা মিয়াকে বেকসুর খালাস প্রদান করেন। ২০১১ সালের ১০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিক থেকে বহিস্কৃত ফটো সাংবাদিক নাজমুল কবির পাভেলের স্ত্রী আম্বিয়া পাভেল বাদী হয়ে তার স্বামীর প্ররোচনায় কোতোয়ালী মডেল থানায় নিজ ভাই বাদশা মিয়াকে একমাত্র আসামী করে কোতোয়ালী থানায় মামলা করেন। জি.আর মামলা নং-১৬৯/১১। ধারা ৩৮৫/ ৫০৬ দঃ বিঃ। মামলায় গরীব নিরীহ বাদশা মিয়া দীর্ঘদিন জেল হাজতে থাকার পর জামিন পেয়ে মামলা পরিচালনা করেন। সর্বশেষ জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালত সিলেটে দায়রা ১৯০৭/১৩ নম্বরভুক্ত হয়। অভিযোগ গঠনের পর ফটো সাংবাদিক পাভেলের স্ত্রী আম্বিয়া পাভেলসহ ৪ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রদান করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পিপি নওশাদ আহমদ চৌধুরী, আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো. বদরুল ইসলাম জাহাঙ্গীর।
উল্লেখ্য, বাদশা মিয়া মামলার বাদী আম্বিয়া পাভেলের বড় ভাই। পৈত্রিক মৌরসী সম্পত্তি আত্মসাত করার জন্য ফটো সাংবাদিক পাভেল বিভিন্ন থানায় ভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে বাদশা মিয়াকে হয়রানি করেন।