থাইল্যান্ডের কাছে সিঙ্গাপুরের ৩-২ গোলে পরাজয়
সুরমা টাইমস ডেস্কঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে সিঙ্গাপুরের ৩-২ গোলে হেরেছে । শুরু থেকে ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে থাইল্যান্ড । প্রথমার্ধের তারা ২ গোল করে এগিয়ে যায় । মনে হয়েছিল যে সহজে তারা ম্যাচে জিতবে । কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচ জমিয়ে তুলে সিঙ্গাপুর ।
ম্যাচে প্রথম গোল করতে থাইল্যান্ডকে বেশী ত অপেক্ষা করতে হয়নি । মাত্র ৫ মিনিটের মাথায় গোল করেন থাইল্যান্ড হয়ে আদিসাক । ৩০ মিনিটের মাথায় প্রথমার্ধের শেষ গোল করেন শ্রীনায়ং ।
দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে ইকরাম সিঙ্গাপুরের পক্ষে প্রথম গোয়াল করেন । তাদের হয়ে দ্বিতীয় গোল করেন তৌফিক । তবে থাইল্যান্ডের হয়ে জয় সূচক গোল করে পারমাপাক । এই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড ।