জামায়াতের সুরা সদস্যসহ ছাত্রদল শিবিরের ১০ নেতাকর্মী গ্রেফতার

Jamat-Shibir-Arrestসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে অবরোধ-হরতালে গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নগরী ও শহরতলী থেকে জামায়াতের সুরা সদস্যসহ ছাত্রদল-ছাত্রশিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে দক্ষিণ সুরমা, এয়ারপোর্ট, মোগলাবাজার ও জালালাবাদ থানা পুলিশের পৃথক দল নগরী ও শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, দক্ষিণ সুরমা জৈনপুর ফকিরপাড়ার আহাদ মাষ্টারের বাড়ির বাসিন্দা সিলেট জামায়াতের সুরা সদস্য ও বরইকান্দি ইউনিয়নের নায়েবে আমির একেএম আব্দুল আহাদ (৪৪), দক্ষিণ সুরমা থানার জাফরাবাদ গ্রামের মৃত কবির আহমদের পুত্র মো. আব্দুল মুনিম সেবুল (৩০), একই থানার বানেশ্বরপুর গ্রামের সিকন্দর আলীর পুত্র মো. মঈন উদ্দিন (৪৫), বারখলা গ্রামের মাসুকুর রহমানের পুত্র মো. মুহিবুর রহমান (২৪), ঝালোপাড়ার মৃত দুদু মিয়ার পুত্র মো. সেলিম মিয়া (৩০), একই এলাকার মাহমুদ আলীর পুত্র মো. আজাদ আহমদ (৩০), জামালগঞ্জ থানার জাল্লাবাজ গ্রামের মো. শফিক মিয়ার পুত্র বর্তমানে নগরীর আম্বরখানা বড়বাজারের বাসিন্দা মো. শাহজাহান মিয়া (২৬), জালালাবাদ থানার বড়ফৌদ্দ গ্রামের সুনু মিয়ার পুত্র আলী আহমদ (১৮) এবং দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা আশফাক মিয়া (৩২)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানার দায়েরকৃত অবরোধে ও হরতালে গাড়ী ভাংচুর ও গাড়ীতে অগ্নিসংযোগ দেয়ার মামলা রয়েছে। গতকাল সোমবার গ্রেফতারকৃতদের পুলিশ আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।