২৪ ঘন্টার মধ্যে এডভোকেট জুবায়েরকে মুক্তি না দিলে আইনজীবিদের কঠোর কর্মসূচী
এডভোকেট জুবায়েরকে গ্রেফতারের প্রতিবাদে আদালত চত্বরে আইনজীবিদের মিছিল
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে কোর্ট প্রাঙ্গণ থেকে দায়িত্ব পালনরত অবস্থায় গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন বারের আইনজীবিরা। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালীন সময়ে এজলাস থেকে বের হওয়ার সময় এডভোকেট জুবায়েরকে গ্রেফতার একটি নজিরবিহীন ঘটনা। এই গ্রেফতার আইন, মানবাধিকার ও সংবিধান পরিপন্থী। কোর্টের ভেতরে আইনজীবির পোষাক পরিহিত অবস্থায় সিনিয়র আইনজীবি ও পরিচ্ছন্ন রাজনীতিবিদকে গ্রেফতার সিলেট আদালতের সর্বকালের সম্প্রীতির রেকর্ড ভঙ্গ করেছে। ২৪ ঘন্টার মধ্যে এডভোকেট জুবায়েরকে মুক্তি ও আদালতের রেওয়াজ ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিলেট বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তারা। অন্যথায় সিলেট জেলা বারের সকল আইনজীবিদেরকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
গতকাল মঙ্গলবার সিলেট জেলা বারে দায়িত্ব পালনরত অবস্থায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সিনিয়র আইনজীবি ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবিরা। জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেট জেলা সভাপতি আশিকুর রহমান আসুক এর সভাপতিত্বে ও এডভোকেট জামিল আহমদ রাজুর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এ.এফ.এম. রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট মহানগর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাবু, সিলেট নগর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন নাদের, ইসলামিক ল’ ইয়ার্স কাউন্সিল সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আলিম উদ্দিন, বিশিষ্ট আইনজীবি এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট কামাল হোসাইন, এডভোকেট জহুরা জেসমিন, এডভোকেট নজিবুর রহমান নজিব, এডভোকেট বাবুল বেগ, এডভোকেট মহিউদ্দিন, এডভোকেট জাকির হোসেন, এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, এডভোকেট আবদুল আহাদ, এডভোকেট মকসুদ আহমদ, এডভোকেট আজহার উদ্দিন ও এডভোকেট সালেহ আহমদ প্রমুখ।