মিলানে কোকোর গায়েবানা জানাজা করেছে মিলান বিএনপি
নাজমুল হোসেন,মিলান ইতালি থেকে: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে মিলান প্রবাসী বাংলাদেশীরা শোকা হত। মিলান বিএনপির আয়োজনে রবিবার স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদে কোকোর গায়েবানা জানাজা অনুষ্টিত হয়েছে । মিলান বিএনপির সভাপতি খান এমদাদ হোসেন ও সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির জানাজার পূর্বে আত্বার মাগফিরাত কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বলেন, দেশের এই দুঃসময়ে এতবড় একটি শোক সত্যিই অনেক কঠিন। আমরা দেশ বিদেশের সকল নেতা কর্মী আল্লার কাছে দোয়া করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন। তিনি তার এক সন্তানকে হারিয়েছেন কিন্তু আমরা তার লাখো সন্তান তার বাঁচার অনুপ্রেরণা হয়ে থাকব।
জানাজা পরিচালনা করেন ইমাম আনিসুর রহমান ও জানাজার উদেশ্যে আলোচনা করেন মাওলানা জুনায়েদ সোবহান। গায়েবানা জানাজায় মিলান বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল,মহিলা দল সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।