২৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
সুরমা টাইমস ডেস্কঃ পাঘাচং রেল স্টেশনে জয়ন্তিকা ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত সবকটি লাইন মেরামত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের মাস্টার মো. নূরনবী জানান, ডাউন লাইনের ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে রোববার রাতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ শুরু হয়েছিল। পরে ক্ষতিগ্রস্ত আপ লাইনটির মেরামত কাজ শেষ হলে সোমবার দুপুর ৩টায় সবকটি লাইন পুরোপুরি স্বভাবিক হয়।