সিলেট ইসলামিক ল-ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল

মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবিদের শপথ নিতে হবে
——-এডভোকেট জুবায়ের

Islamic Lawyars Council Iftar Mahfil Photo-08-07-14সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবি ও সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। তাই এ মাস থেকে শিক্ষা নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য আইনজীবিদের শপথ নিতে হবে। শোষনুমক্ত সমাজ ও বিচার ব্যবস্থা ছাড়া মানবতার কল্যান নিশ্চিত করা সম্ভব নয়। আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে পরকালিন মুক্তি ইহকালিন সফলতা লাভ করতে হলে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। সরকার ও বিচারিক কাজে নিয়োজিত ব্যাক্তিদের পবিত্র রমজানের আলোকে জীবন গঠন করতে বিচারের নামে প্রহসন বন্ধ করে জাতীয় ইসলামী নেতৃৃবন্দকে মুক্তি দিতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার ইসলামিক ল-ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা আইনজীবি সমিতির ৩য় তলাস্থ ২নং বার হলে ইসলামিক ল-ইয়ার্স কাউন্সিল সিলেট-এর সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট আলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এ.এফ.এম রুহুল আনাম চৌধুরী ও সাধারন সম্পাদক এডভোকেট অশোক পুরকায়স্থ। বক্তব্য রাখেন জেলা বারের সিনিয়র আইনজীবি এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, এডভোকেট ওবায়দুর রহমান, এডভোকেট একেএম সামিউল আলম, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট আব্দুর রব, এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, এডভোকেট আব্দুল খালিক প্রমুখ।