১৫ ফেব্রুয়ারি মধ্যে সরকারের পতন হবে
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন
আনোয়ার হোসেন মামুন, কাতার থেকেঃ আগামী ১৫ ফেব্রুয়ারি মধ্যে সরকারের পতন হবে বলে দাবি করলেন কাতার সফররত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম.এহসানুল হক মিলন । ধানসিড়ি বি.এন.পি. কাতার শাখা আয়োজিত জিয়াউর রহমানের ৭৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় এম দাবি করেন । ধানসিড়ি বি.এন.পি. কাতার শাখার ভারপ্রাপ্ত সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে ও সহ সভাপতি ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দোয়া ও মুনাজাত করেন মাওলানা নুরুল ইসলাম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম.এহসানুল হক মিলন । সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আহবায়ক আব্দুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল হক সাজু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক, সহ সভাপতি মুকবুল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার ছোটন, কমল পরিষদের সভাপতি আব্দুল মতিন পাটোয়ারী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, যুব দল সাধারণ সম্পাদক জামিল আলম মীর, তছলিম ভুইয়া, রেজাউল করিম রেজু প্রমুখ ।