পুলিশি বাঁধা উপেক্ষা করে বন কর্মকর্তার কার্যালয় ঘেরাও

gheraoসুরমা টাইমস ডেস্কঃ পুলিশি বাঁধা আর অঝোর ধারায় নামা বৃষ্টি উপেক্ষা করে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করেছে পরিবেশকর্মীরা। রবিবার দুপুর সাড়ে ১২টায় পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’র পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সর্বস্তরের পরিবেশকর্মী, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সচেতন শিক্ষার্থীরা নগরীর তোপখানাস্থ বন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে।
জলারবন রাতারগুলকে ঘিরে বনবিভাগ কর্তৃক গৃহীত পরিবেশ বিরোধী সকলপ্রকার কর্মকান্ডের প্রতিবাদে ‘ভূমিসন্তান বাংলাদেশ’র কর্মীরা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকে ঘেরাও করলে কোতোয়ালী থানার ওসি আতাউর ratargul human chainরহমান’র নেতৃত্বে পুলিশ বাঁধা দিলে পরিবেশকর্মীরা সেখানেই প্রায় ১ ঘন্টা অবস্থান করে। রাতারগুলে ওয়াচ টাওয়ার নির্মাণ বন্ধ ও পরিবেশ বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য বনবিভাগকে ৭২ঘন্টার আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা। অন্যথায় রাতারগুলে বন কর্মকর্তাদের অবাঞ্চিত ঘোষণা করা হবে এবং রাতারগুল বিট অফিসে গ্রামবাসীসহ পরিবেশকর্মীরা কঠোর অবস্থান কর্মসূচী পালন করবে বলে জানান ‘ভূমিসন্তান বাংলাদেশ’র কর্মীরা।
ঘেরাও কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন ভূমিসন্তান বাংলাদেশ’র সমন্বয়ক আশরাফুল কবীর। এসময় আরো উপস্থিত ছিলেন রাতারগুল গ্রামের পরিবেশ সংগঠক মখলিসুর রহমান, আমীর আলী, সোনা মিয়া, ফখরুল ইসলাম, ‘ভূমিসন্তান বাংলাদেশ’র কর্মী বিপ্লব দেব, আনিস মাহমুদ, শুয়াইব হাসান, নাট্যব্যক্তিত্ব হূমায়ুন কবির জুয়েল, নাট্যকর্মী ফায়জুল রথি, দ্বোহা চৌধুরী, মাহবুবুর রহমান, রায়হানুল ইসলাম, মুরাদ খান, এখলাসুর রহমান, মুহিত হোসেন, মানাউবি সিংহ শুভ, মো. নাসির, আবু ইউসুফ, চিংলেন্ড সিংহ, পল্লব নাগ, মেহেদি হাসান জনি, ফাহাদ, লুৎফুর রহমান, স্বপন দাস, মখলিসুর রহমান, নিলাঞ্জন দাস টুকু, পুলক, কয়েস আহমদ, সাইদুর রহমান রাসেল, মেহেদি হাসান, নেছার আহমদ, কামরুল ইসলাম, ইমরান খান, স্বপন দাস, বিপ্রদাস বিশু বিক্রম, এম.ছাদিকুর রহমান খোকন, এম. ছাদিকুর রহমান ছাদিক ও আব্দুর রহমান লিমন প্রমুখ।