কাজলশাহে পুলিশ-শিবির সংঘর্ষ : পুলিশের গুলি

ফাইল ফটো
ফাইল ফটো

সুরমা টাইমস রিপোর্টঃ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ওসমানী মেডিকেল সড়কের কাজলশাহ এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ২০ দলীয় জোটের অবরোধ সমর্থনে ঝিটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে, জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের প্রতিহত করতে গুলি চালায়। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে কাজলশাহ এলাকার বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সুরমা টাইমসকে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
সিলেট কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল আলম সুরমা টাইমসকে বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করে নাশকতা চালায়। পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২০ রাউন্ড গুলি করে।