জকিগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো এক কিশোর
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ-সিলেট সড়কের পৌর শহরের আজিজিয়া কমিউনিটি সেন্টারের সামনে গতকাল রবিবার বিকেলে টমটমের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। সে পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আব্দুস সুবহানের ছেলে জুবেল আহমদ (১৩)। জানাগেছে, জুবেল জকিগঞ্জ বাজারে তার বাবার সবজির দোকান থেকে বাড়ী ফেরার পথে আজিজিয়া সেন্টারের সামনে পৌছলে দ্রুতগামী একটি টমটম তাকে স্ব-জোরে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। সজ্ঞাহীন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জকিগঞ্জ সরকারী হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।