জকিগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মতবিনিময়

জকিগঞ্জ প্রতিনিধি: আজকের জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে গতকাল বিকেলে জকিগঞ্জ ডাক বাংলোয় স্থানীয় সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ইতিমধ্যে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সম্মেলন সম্পন্ন হয়েছে বলে উপজেলা আ.লীগ আহবায়ক আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী জানান। সকল ইউনিয়ন ও পৌরসভা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যাক নেতাকর্মীর উপস্থিতিতে এ সভা অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগের পক্ষে আহবায়ক আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী ও সাচিবিক যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে আহবায়ক আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী বলেন সম্পূর্ন গণতান্ত্রিক পদ্ধতিতে ৯০টি ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। বিভিন্ন সমালোচনাকে রাজনৈতিক সমালোচনা বলে উড়িয়ে দিয়ে বলেন, উপমহাদেশের অন্যতম গণতান্ত্রিক দল বাংলাদেশ আওয়ামীলীগ। আজকের জকিগঞ্জ উপজেলা সম্মেলনে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা হবে। র্দীঘ দিন পর আজ ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছেও বলে তিনি জানান। সম্মেলনে ২২৫ জন দলীয় কাউন্সিলরের মতামতের প্রতিফলন ঘটিয়ে নতুন গ্রহণযোগ্য একটি কমিটি উপহার দিবেন বলেও তিনি জানান। সাচিবিক যুগ্ম আহবায়ক মুস্তাকিম হায়দর জানান, জকিগঞ্জে অতীতের মত চলমান আন্দোলন সংগ্রাম মোকাবেলার সকল প্রস্তুতি নিয়েছে উপজেলা আওয়ামীলীগ। মত বিনিময় সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, আবু জাফর মো. রায়হান, মহসিন মতুজা চৌধুরী টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান জহরুল হক খসরু, যুগ্ম আহবায়ক এমএজি বাবর, রফিকুল ইসলাম, নাসিম আহমদ, আব্দুল আহাদ, পৌর আ.লীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, আব্দুল হালিম তাপাদার, বিভাকর দেশমূখ্য প্রমূখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আল মামুন, আবুল খায়ের চৌধুরী, বদরুল হক খসরু, রহমত আলী হেলালী, এনামুল হক মুন্না, কেএম মামুন, আল হাছিব তাপাদার, আবু বক্কর মো. ফয়ছল, মেহেদী হেলাল প্রমূখ।