নবীগঞ্জে এক রাতে দুই মসজিদে মাইক চুরি
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে একই রাতে দুটি মসজিদের মাইক চুরি করে নিয়ে চুরেরা। এ নিয়ে চুর আতংক বিরাজ করতে ঐ এলাকায়। ঘটনাটি ঘটেছে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর জামে মসজিদ ও একইল এলাকার আলিনগর জামে মসজিদে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মসজিদ দুইটির তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মাইকের মেশিন, ব্যাটারী ও কিছু দামী জিনিসপত্র নিয়ে যায় সংঘবদ্ধ চুরেরা। এ নিয়ে ঐ এলাকায় চুর আতংক বিরাজ করছে।