প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে সিলেট সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণ
গতকাল বৃহস্পতিবার সিলেট জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে সিলেট সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম নুরুল হক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার মোঃ বাদশা মিয়া, সিলেট জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা ইউনিট কমান্ডারের ত্রান ও সমাজ কল্যাণ কমান্ডার আতিক আহমদ চৌধুরী, সহকারী কমান্ডার ক্রীড়া মোঃ সুরুজ আলী, সদর উপজেলা কমান্ডার মোঃ মমতাজ মিয়া, সদর উপজেলা ডিপোটি কমান্ডার মোঃ ইরশাদ আলী, মহানগর ইউনিট ডিপোটি কমান্ডার মোঃ মনাফ খান, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কনান্ডের আহবায়ক মোঃ সালাউদ্দিন পারভেজ প্রমূখ। বিজ্ঞপ্তি