বিশ্বনাথে বয়স্ক কোরআন শিক্ষা ‘ঈমানী মক্তবের’ উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধিঃ মহাগ্রন্থ আল-কোরআনুল করিম বিশ্ব মানবতার মুক্তির সনদ। কোরআন কে সহী শুদ্ধভাবে তেলাওয়াত করা প্রতেক্য মুসলিম নর-নারীদের জন্য একান্ত প্রয়োজন। এক্ষেত্রে যুবসমাজ কে এগিয়ে এসে বিভিন্ন জায়গায় শুদ্ধ কোরআন শিক্ষার জন্য ঈমানী মক্তব গঠন করতে হবে। গত শুক্রবার বিশ্বনাথের শেখ হাবিব উল্লাহ মাষ্ঠার দাখিল মাদ্রাসায় বয়স্ক কোরআন শিক্ষা ‘ঈমানী মক্তব’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ আলেমেদ্বীন পুদনাপুর হযরত শাহ পরান (র.) দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আলী হোসেন জায়েদ। মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি শেখ মো. মনির মিয়ার সভাপতিত্বে মাওলানা মোজাম্মিল হোসাইন এর পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন একই মাদ্রাসার সুপার শেখ সাহিদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আকমল হোসেন শাকুর, মাওলানা আব্দুল মালিক, শাহ মুজিবুর রহমান, মাওলানা সুরমান আলী, হাফিজ কাওছার আহমদ, মাওলানা নূর আহমদ সিদ্দিকী, মাওলানা আব্দুল গফ্ফার, শিক্ষানুরাগী মনির আলী মেম্বার, শেখ ফজর রহমান, সিরাজুল ইসলাম আলফু, শেখ হেলাল মিয়া, মো. আমির আলী, জুনুর আলী, শামছুল ইসলাম সাহেদ, শেখ শিপন, মো. আলী হোসেন, শেখ আনোয়ার হোসেন প্রমুখ।