সিলেটে ছাত্রদল ও শিবির নেতাসহ গ্রেফতার ৫১
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরী ও জেলায় বিশেষ অভিযানে ছাত্রদল ও শিবির নেতাসহ ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দিনগত গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল ১১টা পযর্ন্ত সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, সিলেট মহানগরীতে ২৫ জন এবং সিলেট জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়।