বিশ্বনাথে বোরো রোপনে ব্যস্থ কৃষক

photoবিশ্বনাথ প্রতিনিধিঃ প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথ উপজেলায় বোরো ধানের চারা রোপনের ধুম পড়েছে। আমনের বাম্পার ফলনের পর এখন প্রচন্ড শীতে বোরো ধানের চারা রোপনে ব্যস্থ সময় কাটাচ্ছেন উপজেলার কৃষকরা। ইতিমধ্যে কৃষকেরা তীব্র শীত ও কুয়াশাকে উপাে করে জমি প্রস্তুত করে পুরোধমে বোরো রোপন করছেন।
কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় প্রায় সাত হাজার হেক্ট্রর বোরো রোপনের ল মাত্রা রয়েছে। ইতিমধ্যে বোরো রোপন হয়েছে প্রায় সাত শত হেক্ট্রর। অন্যান্য জমিতে জানুয়ারী মাসের শেষের দিকে বোরো রোপনের কাজ শেষ হবে বলে।
উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের কৃষক শাহজাহান আহমদ শিশু জানান, প্রতি বছর নলকুপের পানি দিয়ে বোরো ফসল করে থাকেন। এবছর রোপা আমনের ফসল তেমন একটা ভাল হয়নি। ফলে বোরো ফসলের জমি প্রস্তুত আগে বাগেই তৈরি করতে যাচ্ছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে বোরো রোপনের কাজ শেষ করবেন তিনি।
গোয়াহরি দণি বিলের পারের বাসিন্দা ইকবাল হোসাইন বলেন, আমাদের বিলে বোরো রোপনের কাজ শুরু হয়েছে। কমপে রোপনের কাজ শেষ হতে প্রায় মাস খানেক সময় লাগবে।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমির আলী, চাউল ধনী হাওরে রোরো রোপন চলছে। হাওরে পানি কম থাকায় অন্যান্য বছরের তুলনায় এবছর রোরো ফসল কম হবে বলে মনে করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন বলেন, এবছর উপজেলায় সাত হাজার হেক্ট্রর জমিতে বোরো রোপন করা হবে। ইতিমধ্যে কৃষকেরা রোপনের কাজ শুরু করেছেন।