১৮ জানুয়ারি খুলছে শাবি : ছাত্র রাজনীতি নিষিদ্ধ
সুরমা টাইমস ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে আগামী ১৮ জানুয়ারি ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে ১৯০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য মো. ফারুক উদ্দিন । সিন্ডিকেট সূত্র জানায়, আগামী ১৭ জানুয়ারি মেয়েদের হল এবং ১৮ জানুয়ারি ছেলেদের হল খুলে দেওয়া হবে। ছেলেদের হলে কেবলমাত্র ভর্তিকৃত বৈধ শিক্ষার্থীরাই উঠতে পারবে। সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সকল সংগঠনের সবধরনের মিছিল, সভা, সমাবেশ, পোস্টারিং সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সভায় ১৮ তারিখের আগে যেকোন দিন পুলিশের উপস্থিতিতে আবাসিক হলগুলোতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সিন্ডিকেট সভায় ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে নিহত সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সুমন দাশ হত্যার ব্যাপারে কোন আলোচনা হয়নি। এমনকি সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও জমা দেয়া হয়নি। এদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর ছাত্রলীগের দুই গ্রুপের রক্তয়ী সংঘর্ষে অনির্দিষ্টকালের জন্য শাবি বন্ধ ঘোষনা করা হয়।