প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ নেয়ার তাগিদ
সুরমা টাইমস ডেস্কঃ দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোন বিকল্প নেই বলে মনে করছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এজন্য প্রধানমন্ত্রীকে প্রাথমিকভাবে সংলাপের উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছে অরাজনৈতিক এ সংগঠনটি। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘সংলাপ ও সমঝোতা জরুরি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তাগিদ দেয়া হয়। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে নাগরিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। সামনের দিনগুলোতে আমরা একটি অকার্যকর রাষ্ট্র, এমনকি গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারি। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংলাপে বসার জন্য নাগরিক সমাজ অনুরোধ জানাচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীকেই প্রাথমিক পদক্ষেপ নিতে হবে বলে সুজন মনে করে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বলেন, গণমাধ্যমের ওপর সরকারের ‘অলিখিত নিয়ন্ত্রণ’ মৌলিক অধিকারের পরিপন্থী। আমরা এর প্রতিবাদ জানাই। সরকার যা করছে আশা করি তা থেকে বিরত থাকবে। এভাবে চলতে থাকলে দেশে কথা বলার আর লোক অবশিষ্ট থাকবে না। সংবাদ সম্মেলনে সুজন নির্বাহী সদস্য ড. তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।