সিলেট মহানগরীতে সমাবেশ নিষিদ্ধ : মাঠে নামবেই বিএনপি

Sylhet BNPসুরমা টাইমস ডেস্কঃ ৫ জানুয়ারি ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির মুখোমুখি অবস্থানের পরিপ্রেক্ষিতে ঢাকার পর এবার সিলেটেও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। রোববার রাত ৯টার কিছু পরে এ নিষেধাজ্ঞা জারি করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তবে সিলেট বিএনটি ও ছাত্রদল নেতারা বলছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন্দ্রীয় কর্মসূচি পালন করবে তারা। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহদ খান জামাল বাংলাপ্রেসকে বলেন, ‘কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা আমরা অবশ্যই পালন করবো।’ নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ। এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আজমল বখত সাদেক বাংলাপ্রেসকে বলেন, ‘এমন কোনো নেতাকর্মী নেই যার বাসা-বাড়িতে পুলিশ অভিযান চালায়নি। পুলিশ বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।’ ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচর বর্জন করা বিএনপি প্রথম থেকেই বলে আসছে, এ নির্বাচন ‘প্রহসনের নির্বাচন।’ ওই নির্বাচনের বছরপূর্তির দিনটিকে তারা ‘গণতন্ত্রের হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলে দিনটি ‘গণতন্ত্রের বিজয় দিবস।’ দেশের প্রধান দুই রাজনৈতিক দলের কেন্দ্রঘোষিত বিপরীতমুখি এমন অবস্থানের উত্তাপ লাগে সিলেটেও। সিলেট বিএনপির নেতারা গত কয়েকদিন ধরেই বলে আসছিলেন, যেকোন মূল্যে সিলেট বিএনপি ৫ জানুয়ারির কর্মসূচী পালন করবে। সে লক্ষ্যে সিলেট বিএনপির নেতারা বেশ তৎপরতাও চালিয়েছেন গত কয়েকদিন। ৫ জানুয়ারি মাঠে থাকতে নেতাকর্মীদের দফায় দফায় নির্দেশনা দিয়েছেন শীর্ষস্থানীয় নেতারা। তবে সিলেট বিএনপির রাজপথে নামার এই প্রস্তুতি এখন পড়ে গেছে শঙ্কার মধ্যে। পুলিশি অভিযানে বাসা-বাড়িতে থাকায় দায় হয়ে পড়েছে তাদের। রোববার রাত (শনিবার দিবাগত রাত) থেকেই পুলিশ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী আটক হয়েছেন। এছাড়া সিলেট বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতাদের বাসায়ও রোববার রাতে অভিযান চালিয়েছে পুলিশ। এদিকে রোববার বিকালে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সন্ধ্যায় ছাত্রদল ফের রাজপথে নামে। এ সময় বেশ কয়টি গাড়ি ভাঙচুর করে তারা। কর্মসূচির বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বাংলাপ্রেসকে বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে পুলিশ। পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের দমনো যাবে না।’ বিস্তারিত…» সিলেটেও সমাবেশ নিষিদ্ধ, মাঠে নামবেই বিএনপি (ভিডিও)