সিকৃবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপে ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তুত ১০ জন আহত হয়েছেন । খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হলের সিট দখল নিয়ে রবিবার রাত পৌণে ১০টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক হৃতিক দেব গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়- সিকৃবির বঙ্গবন্ধু হলের সিট দখল নিয়ে রাতে শামীম মোল্লা ও হৃতিক দেব গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হুমায়ূন রশীদ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিবসহ কমপক্ষে ১০ জন আহত হন।