কালাগুল চা বাগানে পুলিশের গুলি : দাবীপূরনের প্রতিশ্রুতি রক্ষা করেনি কর্তৃপক্ষ

police shooting৫ মাস ধর্মঘটের পর ১লা ডিসেম্বর থেকে চালু হওয়া কালাগুল চা বাগান শ্রমিকদের দাবী পূরণের প্রতিশ্রুতি রক্ষা করেননি সংশ্লিষ্টরা। কালাগুল বাগান সভাপতি ভাসান চত্রী ও রাবার শ্রমিক নেতা সুজনকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় চা শ্রমিক সংঘ কালাগুল শাখার সভাপতি ভাসান চত্রী বাসায় ফেরার সময় কালাগুল চা বাগানের বাংলায় থাকা পুলিশ থাকে গ্রেফতার করার চেষ্ঠা করে। এই খবর বাগানে চাউর হয়ে গেলে তাৎক্ষনিক ভাবে শ্রমিকরা এক প্রতিবাদ মিছিল করেন। মিছিল থেকে তারা বাংলা থেকে পুলিশ প্রত্যাহারের দাবি সহ মালিক ও প্রশাসনের দাবিপূরণের প্রতিসূতি রক্ষার আহবান জানান। অন্যথায় সকল পরিস্থিতির জন্য প্রশাসন এবং বাগান কর্তৃপক্ষকে দায়ি থাকতে হবে বলে জানানো হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা এক মাসের ভিতরে প্রত্যাহার এবং পুলিশের পক্ষ থেকে কোন ধরনের হয়রানী করা হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রতিশ্রুতির এক মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত কোন মামলা প্রত্যাহার করা হয়নি। দু একটি সমস্যার সমাধান করা হলেও বাকি সমস্যার এখনও কোন সমাধান হয়নি। শ্রমিকরা জানান বাগান কর্তৃপক্ষ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। ভাসানচত্রীকে পুলিশি গ্রেফতারের প্রেচেষ্টার কারণ জানতে চেয়ে শ্রমিকদের পক্ষ থেকে ম্যানেজার প্রদীপ বর্মাকে ফোন দেওয়া হলেও তিনি শ্রমিকদের ফোন রিসিভ করেননি। বাগানে অবস্থানরত বড় ম্যানেজারকে বিষয়টি অবগত করেছেন শ্রমিকরা। আজ ১লা জানুয়ারী সকাল ৮টার দিকে পুলিশ কর্মকর্তা এডিসি রহমত উল্লাহ ও বিমানবন্দর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ কালাগুল বাগানে অবস্থান করে শ্রমিকদের ভয় দেখিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চুড়ে। কাজ বন্ধ করলে গুলি করা হবে বলে শ্রমিকদেরকে জানানো হয়। এই ঘটনার প্রতিবাদে বাগানে বিক্ষোভ চলচে তবে শ্রমিকরা এখন কাজ বন্ধ করেননি। সকাল সাড়ে ৯টায় এডিসি রহমত উল্লাহ সহ পুলিশ কর্মকর্তারা বড় ম্যানেজারের বাসায় বৈঠকে বসেছেন। বৈঠকে শ্রমিকদের প্রতিনিধি ছাড়া পুলিশ ও কর্তৃপক্ষের মনোনিত কমিটি গঠন করতে চায়। বাগানের শ্রমিক কানুন রায় শ্রমিক মনোনিত কমিটি গঠন না করলে শ্রমিকরা প্রত্যাক্ষান করবে বল্লে কানুন রায়কেও গ্রেফতারের চেষ্ঠা চালানু হয়। কানুন রায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে বৈঠকের স্থান ত্যাগ করে। সেখানে কোন কমিটি গঠন করা হয়নি। বাগান ম্যানেজারের বাসায় বৈঠকের পর দুপুর ১২ টার দিকে রাবার শ্রমিক সংঘের যুগ্ম সম্পাদক সুজন আহমদ কাজ থেকে বাসায় ফেরার পথে একদল পুলিশ থাকে গ্রেফতারের প্রচেষ্টা চালায় শ্রমিক নেতা সুজন আহমদ দৌড়ে পালালে পিছন থেকে পুলিশ কয়েক রাউন্ড গুলি চুড়ে। কালাগুল বাগানের শ্রমিক নেতারা গ্রেফতার আতংকে আছেন। বাগান ও পুলিশ কর্তৃপক্ষ চা শ্রমিক সংঘের নেতৃত্বকে শুন্য করে মালিক ও প্রশাসনের অনুগত লোক দিয়ে কমিটি গঠন করার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। বাগানের প্রতিটি লেনে পুলিশ টহল দিচ্ছে। ৫ জন শ্রমিক এক সাথে দাঁড়াতে পারছেন না। কালাগুল বাগানে পুলিশের গুলি ও শ্রমিক নেতাদের গ্রেফতারের চেষ্টা সহ শ্রমিকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চা শ্রমিক সংঘ সিলেট ভেলি কমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি