গ্যাস বঞ্চিত গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়ন

Screenshot_2015-10-13-01-09-13-1গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের পূর্ব কুশীয়ারা অঞ্চলে অবস্থিত বুধবারী বাজার ইউনিয়ন। বুধবারী বাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ড রয়েছে।এই অবহেলিত ইউনিয়নে রয়েছে ১৪টি গ্রাম। নারী-১০,৪৭৩ জন ও পুরুষ-১১,৫৭১ জন সহ সর্বমোট -২২,০৪৫ জন জনসংখ্যা নিয়ে গঠিত প্রবাসী অধ্যূসিত এ ইউনিয়ন।এই ইউনিয়নটি হাট-বাজার,শিক্ষা-প্রতিষ্ঠান,চিকিৎসা কেন্দ্র সহ অনেক দিকে উন্নত। শুধু তাই নয়, পূর্ব- কুশীয়ারা তীরবর্তী অঞ্চলের স্বপ্নের সেতু “চন্দরপুর-সুনামপুর ব্রীজ” এর কাজও সমাপ্ত হয়ে গেছে।তাই এ ইউনিয়নে অনেক বড় বড় শিল্প-প্রতিষ্ঠান গড়ে উঠার সম্ভাবনা অনেক বেশী। কালের বিবর্তনে আজ অবধি – সরকার, মন্ত্রী,এম,পি থেকে শুরু করে চেয়ারম্যন,মেম্বার সহ অনেক নেতা-নেত্রীর বদল হয়, কিন্তু পরিতাপের বিষয়- “কবে? গ্যাস পাবে বুধবারীবাজার ইউনিয়নবাসী”। এ প্রশ্ন কখন করা শেষ হবে বুধবারীবাজার ইউনিয়ন বাসির। অধীর আগ্রহে অপেক্ষমান ইউনিয়নবাসী তাদের এই আশার কখন পূর্ণ হবে।এ ইউনিয়নের পূর্ব-পশ্চিমে অতি কাছেই “বিয়ানীবাজার-গোলাপগঞ্জ ” উপজেলায় গ্যাসকূপের খনি।অতি কাছে থাকা সত্ত্বেও তারা গ্যাস পাওয়া থেকে বঞ্চিত।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের তিলপাড়া গ্রাম পর্যন্ত গ্যাস লাইন সংযোগ দেয়া হয়েছে, আবার গোলাপগঞ্জের কিছু কিছু জায়গায় ও গ্যাস লাইন সংযোগ দেয়া হয়েছে।কিন্তু বুধবারীবাজার ইউনিয়নবাসী এ দুই উপজেলার গ্যাস খনির অনেক কাছাকাছি থেকেও তারা গ্যাস লাইন সংযোগ থেকে বিচ্ছিন্ন। তাই ইউনিয়নবাসীর ঐকান্তিক প্রত্যাশা- দ্রুত পদক্ষেপে গ্যাস লাইন সংযোগ প্রদানে বাংলাদেশ সরকারের মাননীয় সফল শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার নির্বাচিত এম,পি জননেতা নূরুল ইসলাম নাহিদ সাহেবের হস্থক্ষেপ কামনা করেছেন।