মানুষ হত্যা করে খালেদার শেষ রক্ষা হবে না : জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ

IMG_8233 copyকেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কর্মীদের উপর বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ গতকাল বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সদর উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা গোলাম কিবরিয়া পিনুর সভাপতিত্বে ও সুফিয়ান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সিলেট জেলা শাখার সভাপতি এম.এম. জাকারিয়া এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. সোহেল আহমদ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া আইএসের এজেন্ডা বাস্তবায়নে মানুষ হত্যা শুরু করেছেন যার শেষ রক্ষা পাবেনা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণতন্ত্রের মানস কন্যা তিন বারের সফল প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই খালেদা জিয়া সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করে দেশে সন্ত্রাস কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
বক্তারা আরো বলেন ১৬ই ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উপর বোমা হামলায় আহতদের রক্তের হিসাব খালেদা জিয়ার কাছ থেকে কড়ায় গন্ডায় নেয়া হবে।
প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য সিলেট জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক তাসলিম বিনতে স্বর্ণা, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক এ. গফফার রাজু, শিক্ষক সম্পাদক আবুল কয়েছ, ইকবাল হোসেন, মামশাদ আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এখলাছ আলী, জি.এম. রনি, গফফার লিটন, মিনহাজ, সৌকত, আব্দুস সামাদ অপু, শিমুল, আব্দুল কাইয়ুম চৌধুরী, নাজমুল রাজা চৌধুরী, বেলাল আহমদ, হারুন আহমদ, ফখরুল ইসলাম প্রমুখ।