মিলান বাংলা প্রেস ক্লাবের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ডেস্ক রিপোর্টঃ মিলানে মিলান বাংলা প্রেস ক্লাবের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মিলান বাঙলা প্রেস ক্লাব এর সভাপতি কাওছার হাওলাদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নাজমুল আহসান শামীমের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন খালেক মাহমুদ ইফতি। অনুষ্ঠানে অভিষেক উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা-২০১৪ এর মোরক উন্মোচন করেন এবং প্রাধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট মিলানের কনসাল জেনারেল রেজিনা আহমেদ।প্রধান অতিথিকে প্রেস ক্লাবের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ সুমন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কবির উদ্দিন আহমেদ,উপদেষ্টা মোসলেহ উদ্দিন খোকন,তুহিন মাহমুদ,আওয়ামীলীগ সাবেক সভাপতি শাহাদাত হোসেন সাহা,বিএনপি সহ সভাপতি হাসিব আলম সেলিম, প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন,জিয়াদ খান,দেলোয়ার হোসেন মোল্লা,সালাহ উদ্দিন ভূইয়া,দেলোয়ার হোসেন দিপু,উদীয়মান তরুন আওয়ামীলীগ নেতা খান রহমান,আওয়ামী পেশাজিবীলীগ ইতালী শাখার যুগ্ম আহবায়ক জাকির হোসেন মামুন,সদস্য সচিব আলমগীর হোসেন, মিলান বাঙলা প্রেস ক্লাব সদস্য নূর আলম,জামাল হাওলাদার,বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী উম্মে রোমান,প্রবাসী বন্ধু মহল সমবায় সমিতি নেতা রাজু খান, সাইদুর রহমান প্রমূখ ।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মিলান বাঙলা প্রেস ক্লাব লোম্বারদিয়া ইতালীর উদেষ্টা পরিষদ এবং নব নির্বাচিত কার্যকরী পরিষদের কর্মকর্তা বৃন্দদের এবং ১৩ সদস্যের কার্যকরী পরিষদের সবাইকে পরিচয় করিয়ে দেন ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পর্বে গানের মুর্ছনায় প্রবাসী দর্শকদের মন মাতান বাংলাদেশ থেকে আগত ছায়ানটের প্রাক্তন ছাত্র মুনিরুজ্জামান,বাউল শিল্পী রবিন হোসাইন,নিতু ফারজানা,অনিক ইয়াসীন,এস,আই ,সোহাগ,নূর মোহাম্মদ,বেলায়ত হোসেন,নৃত্য পরিবেশন করেন ভারতের শান্তি নিকেতনের প্রাক্তন ছাত্রী নিহারীকা ভৌমিক,ক্লারা ইসলাম জেসীকা ও রাইদা হোসাইন এবং বাদ্য যন্ত্রে ছিলেন তানিম আহমেদ, চন্দন কস্টা,খোকন মোল্লা ও রাসেল ।